নারায়ণগগঞ্জ সদর উপজেলার ফতুল্লার মাসদাইরে হিফযুল কুরআন ক্যাডেট একাডেমী নামের একটি মাদ্রাসায় হেফজ বিভাগের শিক্ষার্থী জুবায়ের হোসেনকে বেধড়ক বেত্রাঘাতের অভিযোগে জিকরুল্লাহ নামের এক শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মাদ্রাসার পরিচালনা পর্ষদ বৈঠকের মাধ্যমে ওই শিক্ষককে বহিস্কার করা হয়।
হিফযুল কুরআন ক্যাডেট একাডেমীর পরিচালক মো. ফরহাদ জানান, উচ্চ আদালতের নির্দেশে কোন শিক্ষা প্রতিষ্ঠানে বেতের ব্যবহার নিষিদ্ধ। কিন্তু শিক্ষক জিকরুল্লাহ সেই নিষেধাজ্ঞা না মেনে শিক্ষার্থী জুবায়ের হোসেনকে বেধড়ক পিটিয়েছিলেন। মঙ্গলবার আমরা অভিযুক্ত শিক্ষক ও নির্যাতনের শিকার শিক্ষার্থীর পরিবারকে নিয়ে বসেছিলাম। ওই ঘটনার জন্য ওই শিক্ষককে মাদরাসা থেকে বহিষ্কার করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল