বসন্তকে বরণ করতে বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা সেজেছিল বাসন্তি রঙে। সকালে চারুকলা চত্বরে আয়োজন করা হয় বসন্ত বরণ ও পিঠা উৎসব। পিঠা উৎসবের নকশী, বাঙ্গালি, গ্রাম বাংলার পিঠা ঘরসহ মোট ১১টি স্টল স্থান পেয়েছে। স্টলগুলোতে বসেছে নকশী পিঠা, ঝিকিমিকি পিটা, গোলাপ পিঠা, পাটিসাপ্টা, তাল পিঠা, বকুল পিটা, সবজি রোল, লবঙ্গ পিঠাসহ অর্ধশত পিঠার পসরা। এছাড়া বের করা হয় বর্ণাঢ্য র্যালি।
সকাল ১১টায় রাজশাহী কলেজের রবীন্দ্র-নজরুল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রাজশাহী কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান।
বিডি প্রতিদিন/হিমেল