দেশের বিভিন্ন জেলার ১৬টি দলের অংশগ্রহণে বরিশালে শুরু হয়েছে বরিশাল ক্লাব টেনিস টুর্নামেন্ট। বুধবার সকালে বরিশাল ক্লাব টেনিস গ্রাউন্ডে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার অতিরিক্ত আইজিপি মোশারফ হোসেন।
টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক বিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মাহফুজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল ক্লাব লিমিটেডের সভাপতি কাজী মফিজুল ইসলাম কামালসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
৩ দিনব্যাপী টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ১৫ ফেব্রুয়ারি একই ভেন্যুতে। টুর্নামেন্টে আজিমপুর অফিসার্স টেনিস ক্লাব, মুন্সিগঞ্জ আরএস অফিসার্স ক্লাব, টেনিস ফোরাম ঢাকা, গোপালগঞ্জ অফিসার্স ক্লাব, মারাদীপুর অফিসার্স ক্লাব, সাতক্ষীরা অফিসার্স ক্লাব, খুলনা জেলা অফিসার্স ক্লাব, ঝালকাঠী অফিসার্স অ্যান্ড এলিট ক্লাব, বরগুনা অফিসার্স ক্লাব, পটুয়াখালী পুলিশ ক্লাব, পাবনা এসএইচসি কমপ্লেক্স এবং বরিশাল ক্লাব লিমিটেডসহ মোট ১৬টি দল অংশ নিচ্ছে।
বুধবার উদ্বোধনী খেলায় পটুয়াখালী পুলিশ ক্লাব ৮-৩ সেটে ঝালকাঠি অফিসার্স অ্যান্ড এলিট ক্লাবকে পরাজিত করে।
টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মাহফুজুর রহমান বলেন, এই টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে দেশের টেনিস খেলোয়ারদের একটি মিলনমেলা তৈরি হওয়ার পাশাপাশি নতুন টেনিস খেলোয়ার উঠে আসার সুযোগ সৃষ্টি হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম