একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিয়ে ২৪ ফেব্রুয়ারি গণআদালতের অবয়বে শুনানি করবে জাতীয় ঐক্যফ্রন্ট। সকাল ১০টা থেকে ৬ ঘণ্টা পর্যন্ত এ শুনানি হবে।
বুধবার সন্ধ্যায় মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেন, আগামী ২৪ তারিখে জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোগে গণশুনানি হবে। শুনানিতে একটা আদালত থাকবে, বিচারমঞ্চ থাকবে। আমাদের স্যার ড. কামাল হোসেন বিচারক হিসেবে থাকবেন।
আ স ম আবদুর রব বলেন, গণশুনানির মাধ্যমে ভোটের ডাকাতির চিত্র বিশ্ববাসী ও দেশের জনগণের কাছে পরিষ্কার করে তুলে ধরা হবে।
গণশুনানির স্থান এখনো ঠিক হয়নি জানিয়ে তিনি বলেন, রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তন, কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তন, গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চ অথবা জাতীয় প্রেসক্লাব মিলনায়তনের যেকোন একটিকে স্থান হিসেবে বিবেচনা করছে ঐক্যফ্রন্ট।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন