রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন শেওড়া রেললাইন এলাকায় পৃথকভাবে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে এবং সকালে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের স্তারিত পরিচয় জানা যায়নি। তবে তাদের আনুমানিক বয়স যথাক্রমে ৭০ ও ৪৭ বছর বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম