রাজধানীর শ্যামলীতে বাসের ধাক্কায় আবুল হোসেন (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে শ্যামলী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, শ্যামলী মোড়ে দুপুরের দিকে রাস্তা পার হওয়ার সময় আবুল হোসনকে একটি বাস ধাক্কা দেয়। পরে ঘটনাস্থলেই আবুল হোসেন মারা যান।
তিনি বলেন, প্রাথমিকভাবে বাসটি আটক করা গেলেও হেলপার বা চালককে আটক করা যায়নি। এখন লাশের সুরতহাল চলছে। সুরতহাল শেষে মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হবে।
বিডি প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি ২০১৯/আরাফাত