রাজধানীর গুলশানের কালাচাঁদপুরে গারো কিশোরী (১৬) ধর্ষণ মামলার আসামি ইউসুফকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর কাপ্তান বাজার এলাকায় র্যাব-৩ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে আজ দুপুরে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইউসুফ রাজধানীতে একটি মোবাইল ফোন কোম্পানিতে চাকরি করেন।
র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমরানুল হাসান জানিয়েছেন, টিকাটুলিতে র্যাব-৩ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার