রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা পরিদর্শনে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
হাসপাতালটিতে আগুনের খবর পেয়েই ঘটনাস্থলে ছোটে যান তারা। এসময় দুই মন্ত্রী নিরাপত্তা বাহিনীর কাছে রোগীদের খোঁজখবর নেন। বিভিন্ন নির্দেশনাও দেন।
বৃহস্পতিবার বিকালে সোহরাওয়ার্দীর নতুন ভবনের নিচতলার স্টোররুম থেকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়। হাসপাতালের আইসিইউসহ সব ওয়ার্ডের রোগীদের নিরাপদে সরিয়ে আনা সম্ভব হয়েছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার