বরিশালের গৌরনদী উপজেলা সদরে র্যাবের অভিযানে মাদক বিক্রির অর্থসহ সুমন দত্ত (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব। গত বুধবার রাতে এই অভিযান পরিচালিত হয়। আটক সুমন মাদারীপুর জেলার কালকিনি থানাধীন দক্ষিণ রাজদী গ্রামের ভজন দত্তের ছেলে।
আজ বৃহস্পতিবার র্যাব-৮ প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গৌরনদী থানার দক্ষিণ কটকস্থল গ্রামের মেহগিনি বাগানে মাদক ক্রয়-বিক্রির খবর পেয়ে র্যাব-৮ এর একটি দল সেখানে অভিযান চালিয়ে সুমন দত্তকে আটক করে। এ সময় সময় তার হেফাজত থেকে ৭শ ১১পিস ইয়াবা, ৫৬ বোতল ফেন্সিডিল, ৪ কেজি ৩শ’ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৪২ হাজার ২শ’ ৯৫ টাকা উদ্ধার করে র্যাব।
জিজ্ঞাসাবাদ শেষে আটক সুমন দত্তকে গৌরনদী থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করার কথা জানিয়েছে র্যাব।
বিডি প্রতিদিন/এ মজুমদার