ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপ-নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, সবার সহযোগিতায় গতিময়, পরিবেশবান্ধব ও নিরাপদ ঢাকা গড়ে তুলবো।
শুক্রবার বিকেলে মিরপুর মাজার রোডে সিদ্ধান্ত উচ্চ বিদ্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, সুন্দর, সুস্থ, সচল ও বাসযোগ্য আধুনিক ঢাকা গড়ে তুলতে ডিএসসিসি, ডিএমপিসহ সব সরকারি সংস্থা প্রতিষ্ঠান এবং দায়িত্বশীল ব্যক্তিদের সহযোগিতা আমার একান্ত কাম্য।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য (এমপি) আসলামুল হক।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন