খুলনায় শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলা ও মেট্রোপলিটন পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় মাদক বিক্রেতাসহ ৯৪ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলার নয় থানা ও মহানগরীর আট থানা এলাকা থেকে বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, খুলনা জেলা পুলিশের নিয়মিত অভিযানে ১৫ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ১৬ ফেব্রুয়ারি মাদক বিক্রেতাসহ মোট ৬০ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। জেলার বিভিন্ন থানা এলাকা থেকে এসব মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৫ পিস ইয়াবা ও ৬১ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং মোট আটটি মাদক মামলা রুজু করা হয়।
এদিকে খুলনা মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় খুলনা মহানগর পুলিশের বিশেষ অভিযানে মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে ১১ জন মাদক বিক্রেতাসহ মোট ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা, ৮০ গ্রাম গাঁজা ও ১২২ লিটার দেশি মদ উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ