সাংবাদিক মনিজা রহমানের মা আফরোজা বেগম আর নেই। শনিবার সকালে পুরনো ঢাকার গেণ্ডারিয়ায় তার বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি চার কন্যা এবং এক পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মায়ের মুখ শেষবারের মতো দেখার উদ্দেশ্যে তার জ্যেষ্ঠ কন্যা মনিজা রহমান যুক্তরাষ্ট্র থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সে কারণে মরহুমার মৃতদেহ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মর্গে রাখা হয়েছে। আগামীকাল রবিবার সন্ধ্যায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, মনিজা রহমান বাংলাদেশের প্রথম ক্রীড়া প্রতিবেদক এবং বর্তমানে তিনি প্রথম আলো উত্তর আমেরিকা সংস্করণের সঙ্গে যুক্ত আছেন। নব্বই দশকের মাঝামাঝি সময়ে দৈনিক মানবজমিন পত্রিকায় ক্রীড়া প্রতিবেদক হিসেবে সাংবাদিকতা শুরু করেন তিনি। পরবর্তী সময়ে তিনি দৈনিক জনকণ্ঠ এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের দীর্ঘদিন কাজ করেন।
বিডি প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি ২০১৯/আরাফাত