বন্দর নগরী চট্টগ্রামের বাকলিয়া থানাধীন চর চাকতাই ভেড়ামার্কেট বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে (এডিএম) প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তদন্তের জন্য এক সপ্তাহের সময় দেওয়া হয়েছে।
ক্ষতিপূরণ নির্ধারণ চলছে। আরো লাশ ভস্মস্তুপে চাপা পড়ে আছে কি না তা খুঁজে দেখতে দমকল বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও সকাল নয়টায় এই প্রতিবেদককে জানান ডিসি।
এই অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের ৪ জনসহ অন্তত ৮জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও প্রায় অর্ধশত মানুষ।
রবিবার ভোর রাত সাড়ে তিনটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী আটজনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, ভেড়ামার্কেট বস্তির ৪০০ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে ভোর পাঁচটার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম