কেরানীগঞ্জের ডাকপাড়া এলাকায় ট্রাকচাপায় জয়িতা তাসনিয়া (২৪) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন নিহতের স্বামী ওয়াহেদ। শুক্রবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, কেরানীগঞ্জে আত্মীয়ের বাড়ি দাওয়াত খেয়ে রাতে রাজধানীর চকবাজার এলাকায় তাদের বাড়ির উদ্দেশে রওনা হন ওই দম্পতি। পথে ডাকপাড়া এলাকায় পৌঁছালে ট্রাকচাপায় ঘটনাস্থলেই নিহত হন স্ত্রী জয়িতা। এসময় আহত হন স্বামী ওয়াহেদ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বিডি প্রতিদিন/০৯ মার্চ ২০১৯/আরাফাত