ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসের সাত স্পটে তল্লাশি করবে পুলিশ।
স্পটগুলো হল- শাহবাগ, নীলক্ষেত, পলাশী, জগন্নাথ হল ক্রসিং, রুমানা ভবন ক্রসিং, দোয়েল চত্বর ও শহীদুল্লাহ হল ক্রসিং।
শনিবার বেলা ১১টায় শাহবাগ থানায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
এসব স্পটে ১০ মার্চ সন্ধ্যা ৬টা থেকে সোমবার ১১মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ও অনুমোদতি ব্যাক্তিরা ছাড়া কেউ প্রবেশ করতে পারবেন না।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন