বুড়িগঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় সকালে তিন লাশ উদ্ধারের পর দুপুরে আরো এক লাশ উদ্ধার হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মোট ৫ জনের মরদেহ উদ্ধার হল। এখনো নিখোঁজ রয়েছেন একজন।
আজ উদ্ধারকৃত লাশগুলোর মধ্যে রয়েছে, দেলোয়ার (৩৮) ও তার ৭ মাস বয়সের সন্তান জুনায়েদ ও নৌ দুর্ঘটনায় আহত শাহজালালের মেয়ে মীম (8) । শনিবার (৯ মার্চ) সকাল সোয়া ১১টা থেকে দুপুর পৌনে ১২টার মধ্যে ওয়াজঘাট বরাবর বুড়িগঙ্গা নদীতে ভেসে ওঠে দেলোয়ার (৩৮) ও জুনায়েদের মরদেহ। পরে বেলা সাড়ে ১২টার দিকে ভেসে ওঠে মীমের মরদেহ।
এর আগে শুক্রবার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে ভেসে ওঠে দেলোয়ারের স্ত্রী জামসিদার (২০) মরদেহ। শনিবার সকাল ৮টার দিকে ভেসে ওঠে নৌ দুর্ঘটনায় আহত শাহজালালের মেয়ে মাহীর (৬) মরদেহ। এ ঘটনা এখনো শাহজালালের স্ত্রী সাহিদা নিখোঁজ রয়েছেন।
সদরঘাট নৌ পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে আমরা এখনো অভিযান অব্যাহত রেখেছি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে লঞ্চের ধাক্কায় একটি খেয়া নৌকা ডুবে যায়। এ ঘটনায় নারী শিশুসহ কমপক্ষে ছয় জন নিখোঁজ ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল