শ্রমজীবী ও ভূমিহীন নারীদের অধিকায় আদায়, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং কর্মক্ষেত্রে নারীদের বেতন বৈষম্য দূর করার দাবিতে বরিশালে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষক ফেডারেশন ও কৃষাণী সভার যৌথ উদ্যোগে শনিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা কৃষাণী সভার সভাপতি রেহানা আক্তার মিতুর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষক ফেডারেশনের সভাপতি হারুন ভান্ডারী। বক্তব্য রাখেন কৃষক ফেডারেশনের জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হালিম মুহুরী, জেলা কৃষাণী সভার সাধারণ সম্পাদক রেনু বেগম, ইউসুব আকন, হিরা বেগম ও শাহানাজ পারভীনসহ অন্যান্যরা।
বক্তারা তাদের দাবিসমূহ মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। মানববন্ধন শেষে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিডি প্রতিদিন/হিমেল