উপজেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে রাজশাহীতে ১৯ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
নির্বাচনে অপ্রীতিকর ঘটনা এড়াতে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শনিবার বেলা ১১টা থেকে বিজিবি সদস্য উপজেলার নির্বাচনী এলাকায় নেমে পড়েছেন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-১ ব্যাটালিয়নের কর্মান্ডার তাজুল ইসলাম তাজ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/০৯ মার্চ, ২০১৯/মাহবুব