বাগেরহাটের রামপাল উজড়কুড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খাজা মঈনউদ্দিন আক্তার হত্যা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে খুলনার স্থানীয় সাংবাদিক আজিম শেখকে আসামি করা হয়েছে বলে দাবি করেছেন তার পরিবার।
আজ সাংবাদিক আজিমের পরিবার খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ কথা বলেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন তার মা আমেনা বেগম। এসময় তার স্ত্রী, শিশু কন্যা, বোন ও শ্বশুর-শ্বাশুড়ি উপস্থিত ছিলেন। সাংবাদিক আজিম শেখ খুলনা থেকে প্রকাশিত দৈনিক প্রবাহ পত্রিকার রূপসা প্রতিনিধি। এছাড়া তিনি রূপসা প্রেস ক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক।
সংবাদ সম্মেলনে বলা হয়, সাংবাদিক আজিম ও নিহত চেয়ারম্যান খাজা মঈনউদ্দিনের গ্রামের বাড়ি একই এলাকায়। বিভিন্ন সময় আজিম পত্রিকায় চেয়ারম্যানের দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দূরত্ব ছিল। আজিমের মা আমেনা বেগম বলেন, ঘটনার সময় আমার ছেলে রূপসা বাজারের একটি কম্পিউটার দোকানে নিউজ পাঠনোর কাজে ব্যস্ত ছিল। তার পাঠানো সংবাদ পর দিন দৈনিক প্রবাহ পত্রিকায় প্রকাশিত হয়। তিনি এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত দাবি করেন।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় রামপালের ভরসাপুর বাসস্ট্যান্ডে দুর্বৃত্তের বোমা হামলায় সাবেক ইউপি চেয়ারম্যান খাজা মঈনউদ্দিন আক্তার নিহত হন। এর ৫ দিন পর নিহতের শ্বশুর সাহেব আলী আকুঞ্জি বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে রামপাল থানায় হত্যা মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/হিমেল