রাজধানীর সায়েদাবাদ বাসস্ট্যান্ডে বাসের ধাক্কায় এক হেলপার নিহত হয়েছেন। নিহত হেলপারের নাম-পরিচয় জানা যায়নি।
শনিবার (০৯ মার্চ) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। এরপর বিকেল ৪টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর