অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে বৃহস্পতিবার নারায়নগঞ্জ কারাগার থেকে নরসিংদী কারাগারে নেয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী এবং শ্রমিক নেতা শিমুল বিশ্বাসকে এক বছরের বেশি সময় নারায়নগঞ্জ কারাগারে রাখা হয়েছিল।
শুক্রবার শিমুল বিশ্বাসের পরিবারের লোকজন ও বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, 'উচ্চ আদালতের নির্দেশ সত্বেও কারাগারে শামসুর রহমান শিমুল বিশ্বাসের সুচিকিৎসা না দিয়ে হঠাৎ করে বৃহস্পতিবার নারায়নগঞ্জ কারাগার থেকে নরসিংদীতে নেওয়া হয়।'
গত বছরের ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে থাকা শিমুল বিশ্বাসকে আদালত প্রাঙ্গন থেকে গ্রেফতার করে পুলিশ।
বিডি প্রতিদিন/এ মজুমদার