ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সাজ্জাতুল ইসলাম (১৬) নামের এক কিশোরকে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার বাড়ি কুমিল্লা নগরীর ২০ নং ওয়ার্ডের দিশাবন্দ গ্রামে। সে ওই গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে।
অভিযুক্ত মো. ইউসুফের বাড়ি নগরীর চর্থায়, তার নানার বাড়ি দিশাবন্দ পশ্চিমপাড়ায়। রবিবার তার মরদেহ বাড়িতে আনা হয়েছে।
ইউসুফের মামা মোশারফ হোসেন মোবাইল ফোনে জানান, শুক্রবার বেলা ১২টার দিকে মহল্লায় ক্রিকেট খেলায় তর্কবিতর্কের এক পর্যায়ে সাজ্জাতকে স্টাম্প দিয়ে আঘাত করে, এতে সে অজ্ঞান হয়ে যায়। প্রথমে কুমিল্লা মেডিকেলে নিয়েছি, অবস্থা খারাপ দেখে ডাক্তার তাকে ঢাকায় রেফার করে। শনিবার রাতে সে মারা যায়।
এ বিষয়ে সদর দক্ষিণ থানার ওসি মামুনুর রশীদ জানান, বিষয়টি অবগত হয়েছি। তবে এ বিষয়ে কোন মামলা হয়নি। একটি টিম নিহতের বাড়িতে পাঠিয়েছি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন