বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা গুরুতর। অত্যন্ত অসুস্থ, সোজা হয়ে বসতেও পারছেন না।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।।
মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া জীবনে ব্যক্তিগত সুবিধা, পারিবারিক সুবিধা কোনো কিছুর দিকে লক্ষ্য করেননি। অথচ সরকার তাকে জেলে আটকে রেখেছে একটি মিথ্যা মামলায়, গায়েবি মামলায়। এটি কোথাও কেউ শুনেছেন কোনো কালে, দেখেছেন কোনো কালে- আমি জানি না।
সারা দেশে বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে অভিযোগ করে দলটির মহাসচিব বলেন, সারা দেশে বিএনপি নেতাকর্মীদের ওপর মামলার সংখ্যা ৯৯ হাজার ছাড়িয়ে গেছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন