ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র হিসেবে নগরভবনে দায়িত্ব গ্রহণ করেছেন মেয়র মো. আতিকুল ইসলাম। আজ রবিবার প্রথম কার্যদিবসে বিকেল ৩টায় প্রথম সংবাদ সম্মেলন করবেন তিনি।
২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএনসিসি উপ-নির্বাচনে জয়ী হন আওয়ামী লীগের এ প্রার্থী। নিকটতম প্রতিদ্বন্দ্বী শাফিন আহমেদের চেয়ে ৭ লাখ ৮৬ হাজার ৮৭৩ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন তিনি। শাফিন আহমেদ পেয়েছিলেন ৫২ হাজার ৪২৯ ভোট।
২০১৭ সালের ৩০ নভেম্বর মেয়র আনিসুল হকের মৃত্যুতে মেয়র পদটি শূন্য হয়েছিল। আগামী এক বছর ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলামের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মোট এক বছর তিন মাস সময়ে তাকে শেষ করতে হবে আনিসুল হকের শুরু করে যাওয়া বিশাল উন্নয়নযজ্ঞ। একই সঙ্গে নিজের ইমেজকে জোরালো করে পরের নির্বাচনের প্রস্তুতিও সম্পন্ন করতে হবে এই সময়েই।
বিডি প্রতিদিন/ফারজানা