গ্যাসের দাম বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি বন্ধ করা ও গ্যাস সিলিন্ডারের দাম কমানোর দাবিতে বরিশালে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা গণসংহতি আন্দোলনের উদ্যোগে রবিবার বেলা ১২টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা কমিটির আহবায়ক দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন সংগঠনের জেলা কমিটির সদস্য হারুন অর রশিদ মাহমুদ, সংগঠক নবীন আহম্মদ, আবদুর রাজ্জাক ও মালেকা বেগম।
বক্তারা বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধির পূর্বে গণশুনানি নামে একটি নাটকের আয়োজন করে বিআরসি। গ্যাসের মূল্য বৃদ্ধি পেলে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যে আরেক ধাপ বৃদ্ধি পাবে। তাই গ্যাসের মূল্যে কমানোর জন্য সরকারের কাছে দাবি জানানো হয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে।
বিডি প্রতিদিন/ফারজানা