বরিশাল থেকে ট্রাক চুরির প্রায় ৩ মাস পর গাজীপুরের টঙ্গী থানার কামারপাড়া ব্রিজ এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। চুরির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার সহ চোর কুষ্টিয়ার মনির ওরফে লিখন ওরফে কুদ্দুসের সহযোগী বাবু মিয়াকে গ্রেফতার করে বরিশাল বিমান বন্দর থানা পুলিশ।
গ্রেফতার বাবু মিয়া রাজবাড়ি সদর থানার লক্ষ্মীপুর গ্রামের আ. সোবাহান মিয়ার ছেলে।
বরিশাল বিমান বন্দর থানার ওসি আব্দুর রহমান মুকুল জানান, ৯ জানুয়ারি রাতে বরিশালের ইছাকাঠি আব্দুর রব সেরনিয়াবাত বিভাগীয় ট্রাক টার্মিনাল থেকে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২০-৬৬৫২, চেসিস নং-MB1A3HFC5HRAT8080 ও ইঞ্জিন নং-GTPZ144232) চুরি হয়। এ ঘটনায় ট্রাক মালিক মো. হানিফ তালুকদার বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি চুরি মামলা দায়ের করেন।
ওসি জানান, মামলা তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ জানতে পারে ওই রাতে চুরির কাজে একটি প্রাইভেটকার ব্যবহৃত হয় এবং কুষ্টিয়ার গদ্দান মিস্ত্রী রোডের মৃত আলীম উদ্দিন ওরফে সামসুদ্দিনের ছেলে মনির ওরফে লিখন ওরফে কুদ্দুস সরাসরি এই চুরির সাঝে জড়িত।
ব্যবহৃত প্রাইভেটকারের সূত্র ধরে বরিশাল থেকে চুরি হওয়া ট্রাকটি গত ৭ মার্চ টঙ্গী থানার কামারপাড়া ব্রিজের ঢালে অবস্থান শনাক্ত করে পুলিশ। পরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহায়তায় কামারপাড়া ব্রিজের ঢাল থেকে চুরি যাওয়া ট্রাক উদ্ধার এবং ট্রাক চুরির কাজে ব্যবহৃত প্রাইভেটকার সহ মূল চোর মনিরের সহযোগী বাবু মিয়াকে গ্রেফতার করে পুলিশ।
মূল চোর মনিরকে গ্রেফতারসহ এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে ওসি আব্দুর রহমান মুকুল জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন