রাজশাহীর বাগমারার চান্দের আড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটগ্রহণ ৪টার কিছুক্ষণ আগে স্থগিত করা হয়েছে। ওই কেন্দ্রে শাহিন আলম নামে একজন পোলিং এজেন্ট জাল ভোট দিচ্ছিলেন। পরে আইন-শৃঙ্খলাবাহিনী ওই পোলিং এজেন্টকে আটক করে।
আটক শাহিন আলম নৌকা প্রতীকের এজেন্ট ছিলেন। জেলা নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম