গাজীপুরের টঙ্গীর তিলারগাতি এলাকায় ছিনতাই করে পালানোর সময় পুলিশের গুলিতে দুই ছিনতাইকারী গুরুতর আহত হয়েছেন।
তারা হলেন, জামালপুরের মফিজ উদ্দিন (২৪) ও গাজীপুর বাসন এলাকার মোশারফ হোসেন (৩৪)। তাদেরকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ সময় ইমরান হোসেন তুহিন ও অকলেছ নামে অপর দুই ছিনতাইকারীকেও আটক করেছে পুলিশ।
সোমবার ভোররাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
ছিনতাইকারী ইমরান হোসেন জানায়, রাত ২টার সময় তারা চার ছিনতাইকারী টঙ্গী চেরাগআলী এলাকায় সংঘবদ্ধ হয়। পরে আশুলিয়ার বেড়িবাঁধ এলাকায় একটি প্রাইভেট গাড়িতে ছিনতাই করে পালানোর সময় টঙ্গী তিলারগাতি এলাকায় পৌঁছলে টহলরত টঙ্গী পশ্চিম থানা পুলিশের সামনে পড়ে যায় তারা। এ সময় পুলিশ ছিনতাইকারীদের আটকের চেষ্টা করলে তারা পুলিশের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। পুলিশ আত্মরক্ষার্থে গুলি করলে মমিজউদ্দিন ও মোশারফ হোসেন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে পুলিশ চার ছিনতাইকারীকে আটক করে। এদের মধ্যে গুরুতর আহতদের প্রথমে টঙ্গী সরকারি হাসপাতাল নেওয়া হয়। সেখান থেকে তাদেরকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।
আটককৃত ছিনতাইকারীদের দেহে তল্লাশি করে ৪টি মোবাইল ফোন, ১টি ল্যাপটপ ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
টঙ্গী পশ্চিম থানার ওসি এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি, ছিনতাই করে পালানোর সময় তিলারগাতি এলাকায় পৌঁছলে টহলরত পুলিশ তাদের পথরোধ করলে ছিনতাইকারীরা চাপাতি দিয়ে পুলিশকে কোপায়। এতে এসআই আবুল হোসেন ও পুলিশ সদস্য রাজ্জাক আহত হন। পরে পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালায়।
রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় একটি মামলার প্রস্তুতি দায়েরের প্রস্তুতি চলছিল।
বিডি প্রতিদিন/কালাম