আশুলিয়ায় পোশাক শ্রমিক রাসেল খানকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি ফিরোজ আলম বাপ্পী ও তার এক সহযোগীকে অস্ত্র ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এসময় তার কাছ থেকে দুই হাজার ইয়াবা, ৫০০ গ্রাম গান পাউডার ও অত্যাধনিক ডিজিটাল সিন্দুক উদ্ধার করা হয়। রবিবার দিবাগত রাতে আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বাপ্পী সাতক্ষীরা জেলার দেওহাটা থানাধীন পারুলিয়া গ্রামের মৃত রমজান আলীর মোল্লার ছেলে। বর্তমানে তিনি আশুলিয়ার পূর্ব ভাদাইলে আজাদের বাড়িতে ভাড়া থাকেন। আর তার সহযোগীর পরিচয় জানা যায়নি।
এবিষয়ে সাভার উত্তের ডিবি পুলিশের ইনচার্য (ওসি) আবুল বাশার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, রাসেল নামে এক পোশাক শ্রমিককে হত্যার ঘটনার প্রধান আসামিসহ ২ জনকে আটক করা হয়েছে। মামলার বাকি আসামিদেরও আটক করা হবে। তারা গোয়েন্দা নজরদারিতে রয়েছে।
পুলিশ জানায়, গত ১৫ ফেব্রুয়ারি রাতে আশুলিয়া জামগড়ায় ছিনতাইয়ে বাঁধা দিতে গেলে পোশাক শ্রমিক রাসেল খানকে গুলি করে হত্যা করে বাপ্পী ও তার সহযোগীরা। সে ঘটনার সূত্র ধরে বাপ্পী গ্রেফতার করা হয়। তার বাকী সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে। তার বিরুদ্ধে বিভিন্ন আরও মামলা ও অপরাধের অভিযোগ রয়েছে।
উলেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি রাতে জামগড়া এলাকায় রাসেল খান নামে এক পোশাক শ্রমিককে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে নিহতের পরিবার বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/হিমেল