রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। নিহতের নাম মর্জিনা। মর্জিনা ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাঁচামাল বিক্রেতা তোফাজ্জল হোসেনের স্ত্রী।
মর্জিনা পরিবার নিয়ে মোহাম্মদপুর সাত মসজিদ হাউজিং এলাকায় থাকতেন এবং মানুষের বাসায় বাসায় গৃহকর্মীর কাজ করতেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, সোমবার সকালে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় রাস্তা পার হচ্ছিলেন মর্জিনা। এসময় একটি যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হলে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে পরিবারের লোকজন উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেকে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার