শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে ২ হাজার পিস ইয়াবাসহ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
সোহলে রানা (২২)নামের এ যাত্রী কক্সবাজার থেকে ঢাকায় আসেন।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) জানিয়েছেন, দুপুর দেড়টার দিকে কক্সবাজার থেকে রিজেন্ট এয়ার যোগে ঢাকায় আসেন সোহল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার ব্যাগ থেকে ২ হাজার পিস ইয়াবা আটক করা হয়। সোহেল নিজেকে নৃত্য শিল্পী হিসেবে পরিচয় দেন। তার গ্রামের বাড়ি কুড়িগ্রামের উলিপুর এলাকায়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে বলে জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন