ঘোষণা ছাড়াই পিস্তল নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করায় যশোর চৌগাছা আওয়ামী লীগ নেতা মেহেদী মাসুদ হোসেনকে আটক করা হয়েছে।
সোমবার বিকেল ৫টার দিকে তাকে আটক করা হয়।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার আব্দুল্লাহ আল ফারুক গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
মেহেদী মাসুদ হোসেন যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসর ইউনিয়নের চেয়ারম্যান।
বিডি-প্রতিদিন/১১ মার্চ, ২০১৯/মাহবুব