ঢাকায় ট্রেনের ধাক্কায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য মশিউর রহমান (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকালের দিকে বিমানবন্দর ও টঙ্গীর মধ্যবর্তী জয়লান মার্কেট সংলগ্ন রেলগেইট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
সংবাদ পেয়ে সকাল পৌনে ৯টায় ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন ঘটনাস্থলে যান এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠান।
নিহত মশিউর কুড়িগ্রাম জেলার নাগেরশ্বর উপজেলার মৃত মোসলেম উদ্দিনের সন্তান।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এএসআই দেলোয়ার হোসেন জানান, সোমবার সকালে মোবাইলে কথা বলতে বলতে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ঢাকার কমলাপুরগামী চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় ঘটনা স্থলে প্রাণ হারান।
মৃতের আত্মীয় শাহিন ইসলাম জানান, মশিউর রহমান অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর ল্যন্সনায়েক ছিলেন। তবে তিনি কি কারণে সেখানে এসেছিলেন তা এখনও জানাতে পারেননি।
বিডি-প্রতিদিন/১১ মার্চ, ২০১৯/মাহবুব