রাজধানীর মিরপুর ১৪ নম্বর পুলপাড়ে অবস্থিত মিলি সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।ভবনটি সিটিটাউন চাইনিজ রেস্টুরেন্ট নামে পরিচিত। রেস্টুরেন্টের সাত তলায় গার্মেন্টসের গোডাউন আছে। সেখানেই আগুন লাগে।
রবিবার বিকাল ৫টার দিকে ওই মার্কেট থেকে ধোয়া বের হতে দেখা যায়। আগুন নেভাতে গিয়ে রুহুল আমিন নামে এক ফায়ারম্যান আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে তাদের ১৫টি ইউনিট কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি তারা।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনের ঘটনা শোনার পর প্রথমে সাতটি ইউনিট, পরে ১০ ইউনিট কাজ করে। এরপর আরো চারটি ইউনিট যোগ দেয়। তবে আগুনের সূত্রপাত কীভাবে সেটি জানাতে পারেননি তিনি।
বিডি প্রতিদিন/১৪ এপ্রিল ২০১৯/আরাফাত