এখনও নিয়ন্ত্রণে আসেনি রাজধানীর মিরপুর ১৪ নম্বরের পুলপাড় এলাকায় একটি ১০তলা ভবনে লাগা আগুন। ভবনটি সিটিটাউন চাইনিজ রেস্টুরেন্ট নামে পরিচিত। রেস্টুরেন্টের সাত তলায় গার্মেন্টসের গোডাউন আছে। সেখানেই আগুন লাগে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করছে। রবিবার সন্ধ্যা ৭টায় ফায়ার সার্ভিস সদর দফতর সূত্রে এই তথ্য জানা গেছে।
ভবনটিতে কয়েকটি পোশাক কারখানা রয়েছে। রবিবার বিকাল ৫টার দিকে ওই মার্কেট থেকে ধোয়া বের হতে দেখা যায়। আগুন নেভাতে গিয়ে রুহুল আমিন নামে এক ফায়ারম্যান আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে তাদের ১৫টি ইউনিট কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি তারা।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনের ঘটনা শোনার পর প্রথমে সাতটি ইউনিট, পরে ১০ ইউনিট কাজ করে। এরপর আরো চারটি ইউনিট যোগ দেয়। তবে আগুনের সূত্রপাত কীভাবে সেটি জানাতে পারেননি তিনি।
বিডি প্রতিদিন/১৪ এপ্রিল ২০১৯/আরাফাত