রাজধানীর পল্টন মাঠে অনুষ্ঠিত হলো চিরচেনা ষাঁড়ের লড়াই। গাঁয়ের মেঠোপথ ছেড়ে পল্টন মাঠে তাই উৎসাহের কমতি ছিল না নেই শহুরে দর্শকদের মাঝে।
রবিবার বাংলা নতুন বছরের প্রথম দিনে লালবাদশা, লালবাহাদুর, কালো ময়না কিংবা সাদা তুফান নামধারী এসব ষাঁড়ের লড়াই দেখতে নানা বয়সী মানুষের উপচেপড়া ভিড়।
নড়াইল, যশোর, চট্টগ্রাম ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে আনা হয় এই ষাঁড় গুলোদের।
নতুন প্রজন্মের কাছে যেন এ এক নতুন অভিজ্ঞতা। বৈচিত্র্যপূর্ণ এই আয়োজনে দারুণ উচ্ছ্বসিত তারা। এসব গ্রামীণ ঐতিহ্য ধরে রাখার দাবি দর্শনার্থীদের। প্রথমবারের মতো আয়োজিত উৎসবে যথেষ্ট সাড়া মিলেছে। আয়োজকরা এতেই তৃপ্ত। তাই আগামীতে বাড়ানো হবে এর পরিধি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন