Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৫ এপ্রিল, ২০১৯ ২১:০০

কোনো অনিয়ম বরদাশত করা হবে না : খুলনা সিটি মেয়র

নিজস্ব প্রতিবেদক, খুলনা

কোনো অনিয়ম বরদাশত করা হবে না : খুলনা সিটি মেয়র

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, খুলনাকে সুন্দর ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে কেসিসি পরিবারের সকলকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। উন্নয়নমূলক কাজের গুণগতমান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কেসিসি অধিক্ষেত্রের কোনো কাজে অনিয়ম বরদাশত করা হবে না।

সোমবার নগর ভবনে সিটি করপোরেশনের ৪র্থ সাধারণ সভায় এসব কথা বলেন তিনি।

সভায় সিটি মেয়র অগ্নি নির্বাপনে পানি প্রাপ্তি সহজলভ্য করতে গুরুত্বপূর্ণ প্রত্যেক সড়কের পাশে ফায়ার হাইড্রান্ট স্থাপন করার জন্য ওয়াসা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। এছাড়া মহানগরীর সড়কবাতি সংরক্ষণের লক্ষ্যে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)’র সাথে সমন্বয়, বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ, ওয়াসা কর্তৃক খননকৃত রাস্তা দ্রুত মেরামত ও আগামী জুন মাস থেকে পানি সরবরাহ ব্যবস্থা চালুর বিষয়ে আলোচনা হয়। 

এতে উপস্থিত ছিলেন কেসিসি’র প্যানেল মেয়র আলী আকবর টিপু, মেমরী সুফিয়া রহমান শুনুসহ কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর, কর্মকর্তা এবং সরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ।

বিডি প্রতিদিন/এনায়েত করিম


আপনার মন্তব্য