বিডি প্রতিদিন/এ মজুমদার
শিরোনাম
- কীভাবে চালু করবেন ফোনে ভিওএলটিই ফিচার
- ধ্বংসস্তূপে পরিণত ফিলিপাইন, এবার বিপর্যয়ের মুখে ভিয়েতনাম
- ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন ট্রাম্প
- এবার ভিয়েতনামে তাণ্ডব চালাচ্ছে কালমেগি
- দুই বছরের লড়াই শেষে যুদ্ধবিরতিতে সম্মত আরএসএফ
- চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- সিরিয়ার প্রেসিডেন্ট শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ
- জুলাই সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়নের আহ্বান বিএনপির
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
গণিত-ইংরেজিতে গুরুত্ব দেওয়ায় দেশ সেরা রাজশাহী
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
অনলাইন ভার্সন
রাজশাহী শিক্ষা বোর্ড এসএসসির ফলাফলে টানা তৃতীয়বার দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে। এজন্য গণিত ও ইংরেজি বিষয়কে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলছেন বোর্ড কর্তারা। আর শিক্ষকরা বলছেন, নিয়মিত পাঠদান, ছুটির দিনগুলোতে অতিরিক্ত ক্লাশ নেওয়ায় ভাল ফল করেছে সেরা স্কুলগুলো।
পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আনারুল হক প্রামাণিক বলেন, সময়ের মধ্যে সিলেবাস সমাপ্ত, কঠোর মনিটরিং, গণিত ও ইংরেজিতে বেশি গুরুত্ব দেওয়ায় এবার আশানুরূপ ফলাফল হয়েছে। এছাড়া কঠোর নির্দেশনার কারণে শূন্য ফলাফল (একজনও পাস করেনি) আছে এমন স্কুলের সংখ্যাও কমিয়ে আনা সম্ভব হয়েছে। এবার বোর্ডের অধীন একজনও পাস করতে পারেনি এমন স্কুলের সংখ্যা আছে মাত্র একটি। তাই স্কুলটির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কেন এমন ফলাফল তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে।
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় এ বছর রাজশাহীতে পাসের হার ৯১ দশমিক ৬৪ শতাংশ। গত বছর ছিল ৮৬ দশমিক ০৭ শতাংশ। অর্থাৎ পাসের হার বেড়েছে ৫ দশমিক ৫৭ শতাংশ। আর পাসের হারে এবার দেশ সেরা হয়েছে রাজশাহী শিক্ষাবোর্ড। ২০১৪ সালের পর এটি বোর্ডের তৃতীয় সর্বোচ্চ রেকর্ড ফলাফল।
এর আগে ২০১৪ সালে রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসির ফলাফলে পাসের হার ছিল ৯৬ দশমিক ৩৪ শতাংশ। এরপর ২০১৬ সালের পরীক্ষায় পাসের হার ছিলো ৯৫ শতাংশ ৭০ শতাংশ। এ বছর সব বিষয়ে পাস করেছে ১ লাখ ৮৬ হাজার ৮২৮ জন। এছাড়া জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৭৯৫ জন শিক্ষার্থী। ছাত্রী পাসের হার ৯২ দশমিক ৯৬ শতাংশ। এবার ছাত্র পাসের হার ৯০ দশমিক ৪৪ শতাংশ। এতে দেখা যায়, পাসের হারে এবার ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে।
অপরদিকে, জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ১১ হাজার ৬৮৬ জন ছাত্রী ও ১১ হাজার ১০৯ জন ছাত্র রয়েছে। তাই জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকেও ছেলেদের চেয়ে ভালো ফলাফল করেছে মেয়েরা।
রাজশাহী বোর্ডে এ বছরের এসএসসিতে শতভাগ স্কুলের সংখ্যা দ্বিগুণ বেড়েছে। চলতি বছর শতভাগ পাসের স্কুলের সংখ্যা ৪৩১টি। গতবার ২০৬টি ছিল বলেও জানান পরীক্ষা নিয়ন্ত্রক।
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে এবার বিভাগের আট জেলা থেকে পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৪ হাজার ৮৩৫ জন শিক্ষার্থী। মোট পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৭ হাজার ২৬৩ জন ছাত্র ও ৯৬ হাজার ৬১৮ জন ছাত্রী রয়েছে। এবার নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ১ লাখ ৭৯ হাজার ৯০৯ জন। রাজশাহী বিভাগের আট জেলায় মোট ২৫৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এই বিভাগের আরও খবর