গ্রামীণ দারিদ্র বিমোচনে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প 'একটি বাড়ি একটি খামার' ভিত্তিক রাষ্ট্রীয় এবং সদস্যদের যৌথ মালিকানাধীন পল্লী সঞ্চয় ব্যাংকে পরিচালনা পর্ষদে দ্বিতীয় মেয়াদে পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন দুমকি উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন -অর-রশীদ হাওলাদার।
হারুন-অর-রশীদ হাওলাদার একটি বাড়ি একটি খামারের উপর পিএইচডি করেছেন।
গতকাল অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তার নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, তার যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য এ নিয়োগ কার্যকর থাকবে।
হারুন অর রশীদ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন