১৯ জুন, ২০১৯ ১৫:৩৭

বগুড়া-৬ উপ-নির্বাচনে সেনা মোতায়েন করা হবে না : সিইসি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া :

বগুড়া-৬ উপ-নির্বাচনে সেনা মোতায়েন করা হবে না : সিইসি

প্রধান নির্বাচন কমিশন (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, ‘বগুড়ায় অনুষ্ঠিতব্য নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে না। বগুড়ায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রয়েছে। এই নির্বাচনে সেনা সদস্য মোতায়েন করা হবে না। তবে বুথগুলোতে ইভিএমের টেকনিক্যাল পার্সন হিসেবে সেনা সদস্যরা থাকবেন। তারা নির্বাচনের দায়িত্ব পালন করবেন না। ইভিএমে কোন সমস্যা হলে তারা দেখবে।’

বুধবার সকালে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বগুড়া-৬ আসনের নির্বাচন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সিইসি। তিনি বলেন, ‘আগামী ২৪ জুন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন হবে, যা খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। নির্বাচনের পরিবেশ সুন্দর ও সুষ্ঠু রাখার দায়িত্ব জনগণের। ইভিএম নতুন পদ্ধতি হলেও এতে ভোট প্রদান খুব সহজ। স্বচ্ছভাবে ভোট দেওয়া যায়। ভোট শেষে এক দেড়-ঘন্টার মধ্যে ফলাফল দেওয়া সম্ভব। আগের মত রাত জেগে ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে না।’

সিইসি বলেন, ‘সরকার সবসময় সুষ্ঠু ভোট গ্রহণের পক্ষে। বগুড়ায় শূণ্য আসনে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণের পর আগামী নির্বাচনগুলোতে ইভিএমে ভোট গ্রহণ করা হবে। স্থানীয় সরকার নির্বাচনে যতটুকু সম্ভব ইভিএমের মাধ্যমে নির্বাচন করা হবে। আর ভবিষ্যতে সকল নির্বাচনই ইভিএমে করা হবে। তার জন্য আইনগত কাঠামো তৈরি হয়েছে।’

রাজশাহী বিভাগীয় কমিশনার মো. নূর-উর- রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর। বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুঞাসহ জেলা উর্ধ্বতন কর্মকর্তাসহ র‌্যাব, বিজিবি, আনসার, নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাবৃন্দ।

আগামী ২৪ জুন বগুড়া-৬ (সদর) শূণ্য আসনে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে ৩ লাখ ৮৭ হাজার ৪৫৮ জন ভোটারের জন্য ১৪১টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে আওয়ায়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ পাঁচটি রাজনৈতিক দল এবং দুই স্বতন্ত্র প্রার্থী মিলে মোট ৭জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর