বাংলাদেশে প্রথমবারের মতো জিরো-কনট্রাস্ট এনজিওপ্লাস্টি সম্পন্ন হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে।
মঙ্গলবার হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. আফজালুর রহমান বাংলাদেশে সর্বপ্রথম জটিল এক হৃদরোগীর হার্টের ধমনীতে এই পদ্ধতিতে রিং পরান।
বৃহস্পতিবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আফজালুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
ডা. আফজালুর রহমান জানান, হার্টের ধমনীতে রিং পরানোর জন্য কনট্রাস্ট ব্যবহার করতে হয় যা কিডনি বা এলার্জির রোগীদের জন্য বিপদজনক। এমতবস্থায় জিরো-কনট্রাস্ট এনজিওপ্লাস্টি হচ্ছে একমাত্র উপায়। পৃথিবীর কিছু উন্নত দেশে সম্প্রতি এই প্রযুক্তির ব্যবহার শুরু হলেও বাংলাদেশে এটাই প্রথম।
বর্তমানে দেশে গড় আয়ু বাড়চ্ছে, এর সঙ্গে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীর সংখ্যাও ক্রমান্বয়ে বাড়ছে। এদের বড় এক অংশ কিডনি রোগে আক্রান্ত এমতবস্থায় এই পদ্ধতিতে হার্টের রিং পরানোর পদ্ধতি নিঃসন্দেহে আশার আলো জ্বালাবে।
বিডি প্রতিদিন/০১ আগস্ট, ২০১৯/আরাফাত