২২ আগস্ট, ২০১৯ ২৩:৫৭

ই‌সি‌তে দুই দালাল আটক

নিজস্ব প্রতিবেদক

ই‌সি‌তে দুই দালাল আটক

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবায় প্রতারণার অভিযোগে দুই দালালকে আটক করেছে নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ (এনআইডি)।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবন সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। ইসি সূত্রে এ তথ্য জানা গে‌ছে।

আটককৃতরা হলেন, রবিউল ও সজল। তাদেরকে পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এনআইডি অধিশাখার কর্মকর্তারা।

এ বিষয়ে কর্মকর্তারা ব‌লেন, দু’জনকে প্রাথমিক জিজ্ঞাবাদ করা হ‌য়ে‌ছে। এনআইডি সংশোধন কিংবা হারানো কার্ড তুলে দেয়ার কথা বলে তারা সাধারণ মানুষকে প্রতারিত করছেন। সম্প্রতি জালিয়াতি করে রোহিঙ্গাদের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র তৈরির অভিযোগ পাওয়া গেছে।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর