১৫ সেপ্টেম্বর, ২০১৯ ০৯:৪৯

ঢামেকে নবজাতক রেখে বাবা-মা নিখোঁজ!

অনলাইন ডেস্ক

ঢামেকে নবজাতক রেখে বাবা-মা নিখোঁজ!

ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সদ্যভূমিষ্ঠ হওয়া এক নবজাতকের বাবা-মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শনিবার সন্ধ্যা ৭টা থেকে হাসপাতালে ১০৬ নম্বর ওয়ার্ডের বেডে নবজাতক থাকলেও তার মা-বাবা নিখোঁজ রয়েছেন।

ঢামেক হাসপাতাল সূত্রে জানা যায়, নবজাতকটির মায়ের নাম নাহার ও বাবার নাম রাসেল। হাসপাতালে ভর্তির সময় তারা ঠিকানা দিয়েছিলেন মিরপুর-১। এরপর শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভোর ৫টায় সিজারের মাধ্যমে শিশুটির জন্ম হয়। নবজাতক ও মা সুস্থ থাকায় তাদের ১০৬ নম্বর ওয়ার্ডে রাখা হয়। 

ঢামেক হাসপাতালের ওয়ার্ড মাস্টার আব্দুল গফুর জানান, ১০৬ নম্বর ওয়ার্ডে রাখার পরে সেখানে সন্তানকে রেখে মা-বাবা নিখোঁজ হন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে ২১১ নম্বর ওয়ার্ডে (নবজাতক বিভাগ) স্থানান্তর করে। 

ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ওয়ার্ডের লোকজনের সঙ্গে কথা বলে জানতে পারি, সন্ধ্যার দিকে নবজাতকটির বাবা-মার মধ্যে ঝগড়া হয়। এরপর থেকেই তাদের আর দেখা যায়নি।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর