রংপুরে সাত বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামি শামীম মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে র্যাব-১৩ এর মিডিয়া অফিসার এএসপি (অতিরিক্ত পুলিশ সুপার) আহসান হাবীব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাতে রংপুর মহানগরীর আলমনগর কলোনী এলাকা থেকে শামীম মিয়াকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মেট্রোপলিটন কোতয়ালী থানায় শিশু ধর্ষণ চেষ্টায় একটি মামলা রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতার শামীম তার প্রতিবেশীর সাত বছরের কন্যা শিশুকে ফুঁসলিয়ে বাড়ির ছাদে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে সে পালিয়ে যায়।
এ ঘটনায় শিশুটির বাবা মেট্রোপলিটন কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। এরপর থেকে আসামি শামীম মিয়া আত্মগোপনে ছিলো। বৃহস্পতিবার সকালে গ্রেফতার হওয়া আসামিকে মেট্রো কতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/মাহবুব