ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ময়নুল হক মঞ্জু হওয়ায় উল্লাস প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর টিকাটুলিতে মঞ্জুর কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব।
এরপর রাজধানীর টিকাটুলির রাজধানী ও নিউ রাজধানী সুপার মার্কেটের কয়েকশ' ব্যবসায়ীরা আনন্দ মিছিল করে উল্লাস প্রকাশ করেন। এ সময় তারা একে অপরের মিষ্টি মুখও করান।
বিডি-প্রতিদিন/মাহবুব