রাজধানীর খিলক্ষেত এলাকায় র্যাব অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের ৪ সদস্যকে গ্রেফতার করেছে । গ্রেফতারকৃতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানায়নি র্যাব।
আজ রবিবার সকালে র্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব বলছে, খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ এলাকা থেকে ওই চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিরা আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য। তাদের কাছ থেকে বেশ কিছু উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ