আগামী ২৩ ডিসেম্বর দেশের ৬৪ জেলায় অবৈধ নদী দখলদারদের বিরুদ্ধে একযোগে উচ্ছেদ অভিযান শুরু করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার। এজন্য ৪৪ হাজার অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে।
আজ রবিবার দুপুরে নাটোর কালেক্টরেট সম্মেলন কক্ষে চলনবিল এলাকার সমন্বিত পানি ব্যবস্থাপনা পরিকল্পনা নিয়ে উচ্চ পর্যায়ের মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি আরও জানান, রাষ্ট্রের চেয়ে শক্তিশালী কেউ নেই। তাই যে কোন প্রতিবন্ধকতা মোকাবেলার প্রস্তুতি নিয়েই উচ্ছেদ অভিযানে নামা হবে। আর এজন্য সংসদ সদস্যসহ সকল স্তরের জনপ্রতিনিধিদের সহায়তা কামনা করেন তিনি।
নাটোরের জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজের সভাপতিত্বে সভায় নাটোর ও সিরাজগঞ্জের সংসদ সদস্য,
এবং নাটোর, রাজশাহী, সিরাজগঞ্জ ও নওগাঁর বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউএনওসহ পানি উন্নয়ন বোর্ডের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/শফিক