নাটোরের সিংড়া উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে জেলা বিএনপি। জেলা বিএনপি’র আহবায়ক আমিনুল হক ও সদস্য সচিব আমিনুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অ্যাডভোকেট মজিবর রহমান মন্টুকে আহবায়ক ও দাউদার মাহমুদ সদস্য সচিব করে ৬৭ সদস্য বিশিষ্ট সিংড়া উপজেলা এবং আলী আজগর খাঁনকে আহবায়ক ও তায়েজুল ইসলামকে সদস্য সচিব করে ৬১ সদস্য বিশিষ্ঠ সিংড়া পৌর কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
নবঘোষিত কমিটি আগামী ৬০ দিনের মধ্যে তৃণমূলের মতামতের ভিত্তিতে ওয়ার্ড, ইউনিয়ন, পৌর ও উপজেলা কমিটি গঠন করবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। নবগঠিত সিংড়া উপজেলা ও পৌর বিএনপি’র নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
বিডি-প্রতিদিন/শফিক