গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে হৃদরোগ চিকিৎসার অত্যাধুনিক পদ্ধতির ওপর “লাইভ ওয়ার্কশপ অন কমপ্লেক্স পারকুটেনাস করনারি ইন্টারভেন্সন (পিসিআই)” অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে হাসপাতালের অডিটরিয়ামে অনুষ্ঠিত ওয়ার্কসপে প্রধান অতিথি ছিলেন জাতির পিতা শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের এক্সিকিউটিভ মেম্বার মেজর জেনারেল (অব.) আব্দুল হাফিজ মল্লিক। উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, হাসপাতালের প্রধান সিইও মো. তৌফিক বিন ইসমাইল, মেডিকেল ডিরেক্টর ডা. রাজীব হাসান। অনুষ্ঠানে কনসালটেন্ট, নার্স, হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত বিশেষজ্ঞ চিকিৎসক, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
ওয়ার্কশপে বাংলাদেশ তথা উপমহাদেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. আফজালুর রহমান প্রথমবারের মতো আইভাস ব্যবহার করা ছাড়াই “জিরো কন্ট্রাস্ট এনজিওপ্লাস্টি” সম্পন্ন করেন। যার উদাহরণ সারা বিশ্বে বিরল। যে সমস্ত রোগী হৃদরোগে আক্রান্ত একই সাথে কিডনী রোগে আক্রান্ত, তাদের ক্ষেত্রে এই পদ্ধতিতে এনজিওপ্লাস্টি অত্যন্ত সফল এবং প্রায় সম্পূর্ণ ঝুঁকিবিহীন পদ্ধতি হিসাবে সারাবিশ্বে সমাদৃত।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মো. আরিফুর রহমান এবং জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালের (কার্ডিওলজি) ডা. ফারহানা আহমেদ।
বিডি প্রতিদিন/হিমেল