নারীদের নিরাপত্তা নিয়ে ভারতীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, শিশু ও নাবালক যৌন নির্যাতন রোধ আইনে (পকসো) অভিযুক্ত দোষীদের প্রাণ ভিক্ষার আবেদন করার অনুমতিও দেওয়া উচিত নয়। এ বিষয়ে পুনর্বিবেচনা করা উচিত সংসদের।
রাজস্থানের উদয়পুরের এক অনুষ্ঠানে বক্তৃতা রাখতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।
হায়দরাবাদ ধর্ষণকাণ্ডে সরব গোটা ভারত। অভিযুক্তের মৃত্যুদণ্ডের দাবিতে কার্যত এক সুর শোনা যাচ্ছে প্রায় সব মহলে।
এ বিষয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, নৃশংস ও বর্বরোচিত এমন ঘটনায় কোনো মাফ নয়। যাতে প্রাণ ভিক্ষার আবেদনও করতে না পরে, তার জন্য কঠোর আইন আনার প্রয়োজন বলে মত দেন তিনি।
এসময় তিনি আরও বলেন, মেয়েদের ওপর দানবীয় আক্রমণের ঘটনা গুলো দেশের বিবেককে নাড়িয়ে দেয়। ঝাঁকুনি দেয়। প্রত্যেক বাবা-মায়ের উচিত পুত্র সন্তানের মধ্যে নারীদের সম্মান-মর্যাদাবোধ জাগ্রত করে দেয়া।
উল্লেখ্য, শুক্রবার ভোরে হায়দরাবাদে এক তরুণী চিকিৎসককে ধর্ষণকাণ্ডে ৪ অভিযুক্ত পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন